Daily Frontier News
Daily Frontier News

গলাচিপায় নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 

 

নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন,

 

পটুয়াখালী জেলার গলাচিপায় আমখোলা ইউনিয়নের ‘মুদিরহাট মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধন করেন ১নং আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামরুজ্জামান মনির হাওলাদার।

নাইট টুর্নামেন্টে মোট সাতটি দল অংশগ্রহণ করবে। এ দলগুলো হলো – ব্রাদার্স স্কোয়াড, মুদিরহাট এক্সপ্রেস, মুদিরহাট কিং একাদশ, হানজালা স্পোর্টিং ক্লাব, টপ এলিবেন, যুব একাদশ, হরিদেবপুর একাদশ।

নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলায় যারা কমিটির দায়িত্ব পালন করবেন তারা হচ্ছেন – রাকিবুল ইসলাম রাফি, ইলিয়াস মাহমুদ, মেহেদী হাসান ও মোঃ রেজাউল।

খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন
আমখোলা ইউনিয়নের (চেয়ারম্যান) জনাব কামরুজ্জামান মনির হাওলাদার তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমাদের সবার বাচ্চাদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। যাতে করে তারা মাদক থেকে দূরে থাকে। এছাড়া খেলাধুলা হচ্ছে এক ধরনের শারীরিক ব্যায়াম। তাই সব বাবা-মায়ের উচিৎ – লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি বাচ্চাদের আগ্রহ সৃষ্টি করা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়নের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক এবং আমখোলা ইউনিয়নের ৪,৫ নং ওয়ার্ডের ইউপি সদস্যগন এবং যুবলীগ,ছাত্রলীগের নেত্ববৃন্দ সহ অনেকে।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাগর হাওলাদার সানি।

Daily Frontier News