ফ্রন্টিয়ার নিউজ রিপোর্টঃ-
অনন্যসাধারণ পেশাদারিত্ব, সততা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে শান্ত ও নিরাপদ জেলায় রুপান্তরের স্বীকৃতিস্বরুপ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেনকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদকে ভুষিত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধাণমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ইং পুলিশ সপ্তাহ -২০২৪ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বার্ষিক পুলিশ কুচকাওয়াজ শেষে পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেনকে এই মেডেল পরিয়ে দিবেন।
পুলিশ সুপার মহোদয়ের এই অসাধারণ কৃতিত্বের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের পুলিশ সদস্যগণ আনন্দিত ও মাননীয় প্রধাণমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনসাধারণও এই কৃতিত্বের গর্বিত অংশীদার।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics