Daily Frontier News
Daily Frontier News

গরু-ছাগল লালন-পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে গরু-ছাগল লালন-পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা।

খামারিরা জানান কয়েকদিন পরেই হরদমে শুরু হবে কোরবানির পশু কেনা-বেচা তাই দিনরাত পরিশ্রম করে আগাম প্রস্তুতি হিসেবে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।

এদিকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু পালন করছেন খামারীরা। শেষ মুহুর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। গতবারের লোকসান আসছে কোরবানীর ঈদে কাটিয়ে নেয়ার আশা।

কোরবানীর ঈদকে ঘিরে পর্যাপ্ত পরিমাণে দেশি জাতের গরু ও ছাগল পালন করা হয়েছে বুড়িচং উপজেলার বিভিন্ন খামারিতে। পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেকটা বেড়েছে।

গরুগুলোকে কোন ইনজেকশন ও ওষুধ ছাড়াই দেয়া হচ্ছে দানাদার খাবার।

দেশীয় পদ্ধতিতে গরু পালতে খামারিদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা।

Daily Frontier News