Daily Frontier News
Daily Frontier News

গরুর মাংস ৯০০ টাকা, তিন বিক্রেতাকে জরিমানা

 

মাসুদ পারভেজ

চট্টগ্রামের আনোয়ারায় তিন মাংস বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার ও কাফকো এলাকায় এ অভিযান চলে।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গরুর মাংস কেজিপ্রতি ৫৯৫-৬০০ টাকায় বিক্রি হলেও আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা পর্যায়ে ৯০০-১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এমন খবরে চাতরী চৌমুহনী ও কাফকো এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় মাংসের দাম বেশি রাখা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় তিন মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Daily Frontier News