Daily Frontier News
Daily Frontier News

খুলনার পাইকগাছায় ভাইপোর লাঠির আঘাতে কাকার মৃত্যু, ঘাতক ভাই-ভাইপো আটক

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

 

খুলনার পাইকগাছায় বসত-বাড়ির আঙিনায় নেটজাল তুলে ঘেরা দেওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্কে জড়িয়ে ভাইপো’র লাঠির আঘাতে বৃদ্ধ কাকা কুশিলাল মন্ডল (৭৫) নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল গুরুতর যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। ঘটনায় দায়ের করা মামলায় নিহতের বড় ভাই রনজিৎ মন্ডল ওরফে লব (৭৮) ও তার ছেলে গোবিন্দ মন্ডল (৫৫) কে আটক করেছে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলামসহ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা বলছেন, উঠানের সীমানায় নেটজাল তুলে দেওয়াকে কেন্দ্র করে ঘটনার দিন তারা পরষ্পর বিতর্কে জড়িয়ে গোবিন্দ-বিশ্বজিৎরা এ ঘটনা ঘটিয়েছে।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে ধৃত রনজিৎ ও তার ছেলে গোবিন্দ মন্ডলসহ অন্যান্য ৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

সর্বশেষ ওই মামলায় আশাশুনি থানা পুলিশের সহাতায় আসামী গোবিন্দ মন্ডলকে আশাশুনি থানার মোকাম খালী বোনের বাসা থেকে ও চেলে রনজিৎকে তার বাড়ী থেকে আটক করা হয়েছে।

Daily Frontier News