Daily Frontier News
Daily Frontier News

খুলনার পাইকগাছার গ্রামীণ ব্যাংক কপিলমুনি শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

 

গ্রামীণ ব্যাংক খুলনা পাইকগাছা উপজেলার কপিলমুনি শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, নোবেল পুরষ্কারপ্রাপ্ত বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে। “গাছে গাছে ভরবো দেশ, সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে
মঙ্গলবার (২০জুন) দুপুরে গ্রামীণ ব্যাংক কপিলমুনি শাখার কার্যালয়ে গ্রামীণ ব্যাংক শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

কপিলমুনি গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিমল চন্দ্র গাইন(১০,০০০) দশ হাজার সদস্যের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ২০ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় অক্টোবর ২০২৩ পর্যন্ত। গ্রামীণ ব্যাংক খুলনা পাইকগাছা উপজেলার কপিলমুনি শাখার আওতায় পর্যায়ক্রমে (১০,০০০) দশ হাজার গাছের চারা বিতরন করা হবে।

উক্ত অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংক কপিলমুনি শাখার সেকেন্ড অফিসার মোঃ অমেদুল ইসলাম, মোঃ আশিকুল আউয়ালসহ ব্যাংকের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিমল চন্দ্র গাইন
উপস্থিত সদস্যের হাতে একটি করে গাছের চারা তুলে দেন এবং সকল সদস্য সহ উপস্থিত সকলকে বেশি বেশি করে গাছের চারা লাগানোর আহবান জানান।

Daily Frontier News