ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলা অবস্থিত বিশ্বরোড মোড় ৪ই ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখ সকাল নয় ঘটিকা হইতে দুপুর একটা পর্যন্ত খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক কুমিল্লা রিজিয়ন কুমিল্লার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে এসআই সারোয়ার হোসেন, সহ সকল অফিসার ও ফোর্স ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড়ে বিধি বহির্ভূত ভাবে ফুট পথ দখল করে রাখা, দখল করে অবৈধ দোকানপাট ও স্থাপনা নির্মাণ করা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হইয়াছে।
. পথচারী ও ড্রাইভারগন আমাদের মিডিয়া প্রতিনিধি কে বলেন, এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের, সুফল ভোগ করবে সাধারণ জনগণ ও চলাচলকারী যাত্রী সফল । প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার ঘটে এই মোড়ে। ঘন্টার পর ঘন্টা লেগে থাকতো যানজট। এখন গাড়ি ঘোড়া ও সাধারণ পথচারী নির্বিঘ্নে চলাচল করতে পারবে। তারা ধন্যবাদ জানান, খাঁটি হাতা হাইওয়ে থানা পুলিশ সকল সদস্য বৃন্দকে ।
. এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস আমাদের মিডিয়া প্রতিনিধিকে জানান, অবৈধ ভাবে ফুটপাত দাখল, রাস্তায় অযান্ত্রিক যানবাহন চলাচল, যানজট লেগে থাকা,মহা-সড়কে দুর্নীতি রোধকল্পে আমাদের অভিযান অব্যাহত আছে ও থাকবে। আমরা সচেষ্ট আছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics