Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ প্রভাষকের মৃত্যু

 

 

কুমিল্লা প্রতিনিধি।।

 

কুমিল্লায় গ্যাস লিকেজে অগ্নিদগ্ধ হওয়ার এক সপ্তাহ পর তাহমিনা মুনা (৩২) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে।

ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোববার (০৪ সেপ্টেম্বর) রাতে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী নাট্যকর্মী ও আবৃত্তি শিল্পী সুমন সালাহউদ্দিন।

জানা গেছে, মুনা কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মো. ইউনূসের মেয়ে। গত ২৯ আগস্ট রাতে নগরীর রেসকোর্স ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন তিনি। এসময় তাকে ধরতে গিয়ে আগুন লাগে স্বামী সুমন সালাহউদ্দিনের হাতে। তাদের প্রথমে কুমিল্লা মেডিক্যাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সুমন সালাহউদ্দিন বলেন, চিকিৎসক জানিয়েছিলেন মুনার কোমরসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। তবু আমরা আশা ছাড়িনি। শেষ পর্যন্ত মুনা আমাদের ছেড়ে চলেই গেল। আমার ২ বছর ৩ মাসের একটি মেয়ে রয়েছে, কীভাবে সান্ত্বনা দেব জানি না। সবাই মুনার জন্য দোয়া করবেন।

মুনা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৫ সাল থেকে কুমিল্লা মডেল কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন। ১১ বোনের মধ্যে তিনি ছিলেন ১০ম। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।

Daily Frontier News