Daily Frontier News
Daily Frontier News

কাব্যঃ সংবাদকর্মীর তুমি যুগের প্রহরী

 

লেখকঃ মোঃ আবদুল্লাহ

 

তোমাকে দেখা যায় ভোরের আলোয়,
গ্রাম বাংলার পথে,
ক্যামেরার ফ্রেমে বাঁধা তোমার জীবন,
কলমে লিখো তুমি এক অসমাপ্ত রক্তচিঠি।

কখনো ধূলিমাখা রাস্তায়,
তোমার প্রশ্নে কাঁপে প্রাসাদের দেয়াল,
তোমার শব্দে জাগে জনতার আশা,
তবু তুমি নীরবে বয়ে চলো হৃদয়ের বোঝা।

শব্দের খোঁজে তুমি ছুটে চলো,
তোমার পেছনে ছায়া নামে ভয় আর হুমকি,
তবু থামো না, পিছু ফিরে চাও না,
তোমার পথেই বেঁচে থাকে সত্যের বীজ।

তুমি এক সুরক্ষিত আলো,
অন্ধকারে পথ দেখানো দীপশিখা,
সংবাদকর্মী, তুমি যুগের প্রহরী,
তোমার কণ্ঠে বাজে ভবিষ্যতের সঙ্গীত।

 

Daily Frontier News