মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।
খুলনা ডুমুরিয়ার ৬৬ নং কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ মে রাতে জানালার গ্রিল কেটে ৫ টা সিলিং ফ্যান এবং২৮ টা পানির ট্যাব চুরি করে নিয়ে গেছে চোরেরা । এমন টা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষকা দেলোয়ারা খাতুন।
তিনি আরো জানান, গত ২৮ মে আনুমানিক বিকাল ৪:৩০ টায় বিদ্যালয়ের শ্রেনিকক্ষ সহ অফিসে মোট ৫ টি তালা বন্ধ করে বাসায় যায় আমরা সকল শিক্ষকরা। কিন্তু পরের দিন ২৯ মে সকাল ৬:৫০ মিনিটে মোবাইল ফোনে সংবাদ পায় বিদ্যালয়ে চুরি হয়েছে । সাথে সাথ আমি বিদ্যালয়ে এসে দেখি আমার অফিসের হ্যাজবোর্ড বাকানো তালা ভাঙ্গতে পারিনি, আর শ্রেণিকক্ষের সব তালা ভাঙ্গা এবং দরজা খোলা। পরে দেখি মালপত্র ছড়ানো ছিটানো পড়ে আছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিনুর রহমানকে জানায়,অভিভাবক সদস্যারা সহ হাজির হয়। এবং মাগুরাঘোনা ক্যাম্পের অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ (হাবিব) ঘঠনাস্হল পরিদর্শন করেন। মোট ক্ষতির পরিমাণ জানান, আনুমানিক( ৪৫০০০) টাকা। ২৯ মে চুরির বিষয়ে ডুমুরিয়া থানায় একটা লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে মাগুরাঘোনা ক্যাম্পের অফিসার ইনচার্জ বলেন, আমি ঘঠনাস্হল পরিদর্শন করেছি এবং তদন্ত পুর্বক ব্যাবস্হা নিয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics