নিজস্ব প্রতিনিদি: সিলেটের ওসমানীনগর উপজেলার ৯ টি ইউনিয়নের নিচু এলাকা গুলোতে ডুকা বন্যার পানি এখন ও যথেষ্ট পরিমান বের হয়নি। থানার ৩টি ইউনিয়ণ সরেজমিনে প্রদক্ষিণ করেন ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের ” মাওলানা মহিউদ্দিন (রাহ) ট্রাস্ট” এর অন্যতম সদস্য,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর থানার সাবেক সভাপতি,জামেয়া ইসলামীয়া কওমিয়া দারুস্সুন্নাহ গলমুকাপন মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা সাইফুদ্দীন মাজমুন। তিনি বলেনঃ আমি আমার অাশ-পাশ ইউনিয়ন গুলাতে অবস্থনরত পরিচিতদের খোজ-খবর নেওয়ার উদ্দেশ্যে মুলতঃ প্রদক্ষিণ করি,কিছু শুকনা খাবার নিয়ে যাই প্রথমে।কিন্তু এই এলাকা গুলার অবস্থা ভয়াবহ,এমনি কি অনেক স্থানে ত্রান যায়নি দেখে আমার পিতা,গলমুকাপন মাদ্রাসার প্রাত্তন উস্তাদ মাওলানা মহিউদ্দিন রাহ ট্রাস্টের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার ভাই-বোনদের কিছু শুকনা খাবারের ব্যবস্থা করি। এ খবর শুনে ও দেখে, দেশ-বিদেশে অবস্থানরত আমার ভাই-বোন, ভাতিজা-ভাতিজি, ভাগনা-ভাগনি
আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব এমনকি অনেক অপরিচিত মানুষ ও কিছু হাদিয়া এই ট্রাস্টে
দান করেন। তাই আমি তাৎক্ষণিক তাবলীগ জামাতের সাথী ভাই দেলওয়ার হোসেন ও বুরহান আহমদ ভাইকে নিয়ে আমাদের স্থানীয় ছোট বড় নিয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করি। এবং সবার সর্বাত্মক পরিশ্রম ও প্রচেষ্টায় আমরা গোয়ালাবাজার, সাদিপুর,পশ্চিম পৈলনপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম গুলাতে আমাদের দেশ ও প্রবাসের ভাই-বোনদের দেয়া অর্থায়নের শুকনা কিছু খাবার ব্যবস্থা করে,প্যাকেটিং করি,এবং নিম্নে এলাকার যারা সম্পুর্ন পানি বন্ধি এরকম দেখে ৬০০ শত এর উপরে পরিবারের হাতে পৌছে দেই,তাদের খোজ-খবর নেই, শান্তনা দেই,আল্লাহর হুকুম-আহকাম মেনে চলে তাওবা দোয়ার এহতেমাম করার কথা বলে আসি।আমরা প্রথমে স্থানিয় দুইটি মাদ্রাসার প্রায় অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী যাদের বাড়ী সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, গোয়াইনঘাট বালাগন্জ,বিশ্বনাথ তাদের বড়ীতে যাতায়াতের জন্য নগদ টাকা বিতরণ করি। অতঃপর প্রত্যন্ত প্লাবিত নিম্নাঞ্চল এলাকা
আন্দারকোনা,মেইন সাদিপুর,পশ্চিম মোবারকপুর,মশাদিয়া,ইসাগ্রাই,লামা গাভুরটেকি,কালনিচর,মুতিরগাও,রহমতপুর,জাকিরপুর,পূর্ব মোবারকপুর,মুতিয়ারগাও কোনপাড়া,পশ্চিমগাও,জটুকোনা,ইসলামপুর,কলারাই,গলমুকাপন উত্তর পারা,দক্ষিণ পারা বিতরণ করি।আমাদের স্বেচ্ছাসেবক টিমে ছিলেনঃ- দেলোয়ার হোসেন,মৌলভি আহবাব, বুরহান আহমদ,সাইদুর রহমান ঝনু, মাও.সালাহউদ্দিন, মাও.শামীম,শাহিনুল হক,মৌলভি আহবাব,হাফিজ খাব্বাব আহমদ,মুবাশ্বির আহমদ রাজু, মাহবুব,মইনুল ইসলাম মাশকুর,মুজাক্কির আহমদ নাজু মুজ্জাম্মিল আহমদ,আজমল হোসাইন শাহনেওয়াজ,মাও.আবিদুর রহমান নাইম শফিকুর রহমান,সুমন আহমদ, হাফিজ মিছবাহ,ফারহান,জাকারিয়া, মিরাজ জুবায়ের,মোহম্মদ রাকিব,হাফিজ রায়হান,মাও. আল-আমিন,হাফিজ ফাহিম, আহমদ,তাহমিদ,মাওলানা কাজী নাসিম,হাস্সান,কাজীওয়াসিম,ইমরান,আশরাফুল,জমির,আব্দুস সামাদ, আশরাফুল,নাইম,ফারহান,বিন ইয়ামিন হাবিবুর,ইমাদ,ইমদাদ প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics