Daily Frontier News
Daily Frontier News

এসপি হলেন স্পেশাল ব্রাঞ্চ এর কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক,গর্বিত এলাকাবাসী

 

মাসুম মির্জা নবীনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

 

নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা) মোহাম্মদ মোজাম্মেল হক পুলিশ সুপার সুপারের নিয়মিত পদে পদোন্নতি পেয়েছেন। এই খবরে পরিবার প্রিয়জন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনাসহ শুকরিয়া জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (গ্রেড-৫) হলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তা। এরমধ্যে ২৭ কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

Daily Frontier News