ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. বইটি যাঁকে উৎসর্গ করতে পেরে আমি আনন্দিত—তাঁকে প্রকাশের দিনই তা হস্তান্তর করেছি। এই প্রজন্ম তাঁকে চেনেন না। তিনি—
মার্শাল,
মার্শাল মনি,
মনিরুল ইসলাম।
স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াসের সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের ঘনিষ্ঠতম সহযোদ্ধা;
বাংলাদেশ ছাত্রলীগের ১৯৭০-৭১ সালের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি;
বাঙালির স্বাধীনতা আন্দোলনের অগ্রবাহিনী ছাত্র আন্দোলনের গুণগত উত্তরণের সৃজনশীল কুশিলব; অভ্যূত্থান মূলক ছাত্র গণআন্দোলনের নিপুণ রণকৌশলবিদ ।
. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধ্বস বিজয়ের ছাত্র কর্মীবাহিনীর প্রধান সমন্বয়কারী;মুক্তি যুদ্ধকালে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট-বিএলএফ বা মুজিব বাহিনীর উত্তরাঞ্চলীয় উপ-প্রধান; জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা; জাসদের নেতাদের নেতা;
প্রচারবিমুখ ও নিভৃতচারী, পরিমিতিবোধের আধুনিক মানুষ;
বাঙালির মহান জাতীয় বীর।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics