মোঃ ছালেক উদ্দিন বিশ্বনাথ প্রতিনিধি:-
. ডেস্ক রিপোর্ট: উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন নিয়ে চলমান জটিলতার অবসান ঘটিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিয়েছেন।
. জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং ৪২৩৮, তারিখ ২৩/১০/২০২৪ ইং মূলে, বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ও দায়রা জাজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ খালেদ হোসেন-কে সভাপতি এবং সমাজসেবক বাবুল মিয়া-কে বিদ্যুৎসায়ী সদস্য করে একটি এডহক কমিটি অনুমোদন করা হয়।
. পরবর্তীতে বিগত ২০/১১/২০২৪ ইং তারিখে স্মারক নং ৪৬৯০ মূলে, উক্ত কমিটি পরিবর্তন করে মো. ময়নুল হক-কে সভাপতি এবং মোনায়েম খান-কে বিদ্যুৎসায়ী সদস্য করে নতুন কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
. এই পরিবর্তনের বিরুদ্ধে এডভোকেট মোঃ খালেদ হোসেন মহামান্য সুপ্রিম কোর্টে রিট পিটিশন নং ১৪৬০৮/২৪ দায়ের করিলে দীর্ঘ শুনানির পর, ১৭ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সুপ্রিম কোর্ট ময়নুল-মোনায়েম কমিটি বাতিল করে খালেদ-বাবুল কমিটি পূনঃবহাল রাখার নির্দেশ দিয়ে এক আদেশ প্রদান করেন ।
. সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রশাসনিক কার্যক্রম পুনরায় পূর্বের কমিটির অধীনে পরিচালিত হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics