Daily Frontier News
Daily Frontier News

ইলিয়াস পত্নী লুনা’র সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাত

 

এস.পি.সেবু সিলেট থেকে :-

 

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার সাথে সৌজন্য সাক্ষাত করেছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব।

৬ই মে(সোমবার)সকালে সিলেট উপশহর বাস ভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষ্যাতকালে বিশ্বনাথের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শাহিন উদ্দিন।

সাংবাদিকরা জাতির বিবেক,সংবাদপত্র রাষ্ট্রের অন্যতম স্তম্ভ ও দর্পণ উল্লেখ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তাহসিনা রুশদীর লুনা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু,
অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম,সদস্য ছালেক উদ্দিন প্রমুখ।

Daily Frontier News