জুনায়েদ সিদ্দিক ঢাকাঃ-
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠের কেন্দ্রীয় সমন্বয় কক্ষে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠের কেন্দ্রীয় সমন্বয় বলেন সাংবাদিকের প্রশ্নের জবাবে
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ভারতের মাওলানা সাদ কান্ধলভীকে আনার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আজ বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ফরিদুল হক খান বলেন, ‘মাওলানা সাদ সাহেবকে আনার জন্য তাঁর পক্ষের লোকজন কাজ করছেন। সরকারের সঙ্গেও তাঁদের কথা চলছে। আমরাও আলোচনা করছি। সমঝোতার মধ্যে হয়তো তাঁকে (মাওলানা সাদ) আনা সম্ভব হতে পারে। আমরা সেই চেষ্টাটাই করছি।’
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics