চারঘাট, রাজশাহী:-
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফ ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখনের নামে ফেইক ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিমূলক ও উল্টোপাল্টা পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন জানান, বিষয়টি তার নজরে আসার পরপরই তিনি নিজের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে ইউসুফবাসীর উদ্দেশ্যে একটি সতর্কতামূলক পোস্ট দেন। তিনি পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমার ব্যবহৃত একটি ফেসবুক আইডি ছাড়া অন্য কোনো ফেসবুক আইডি নেই। তাই সবাইকে অনুরোধ করছি—এই ভুয়া আইডি থেকে সাবধান থাকুন।”
তিনি আরও জানান, ফেইক আইডিটি সৃষ্টির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতারণা এবং অপপ্রচারের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে ভুয়া আইডিটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন।
চেয়ারম্যান মাখন সবার প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো বিভ্রান্তিকর তথ্য বা মেসেজ পেলে তা যাচাই করে নেয়ার জন্য এবং সন্দেহজনক কার্যকলাপ স্থানীয় প্রশাসন বা তার নিজস্ব অফিসিয়াল আইডিতে রিপোর্ট করার জন্য।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics