মোঃ রাসেল চৌধুরী, বান্দরবান প্রতিনিধি
পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি, উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং অপারেশন উত্তরণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বিভিন্ন রিজিয়নের অধীনে থেকে জোনসমূহ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় তাদের কার্যক্রমের অংশ হিসেবে আলীকদম সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অবকাঠামোর উন্নয়ন, সড়ক দূর্ঘটনা রোধ, পানি নিষ্কাশন ব্যাবস্থা, পাহাড় কাটা রোধ করা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য চোরাচালান ও শিক্ষা বিষয়-সহ অত্র এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে আলীকদম সেনা জোনের আয়োজনে বান্দরবানের লামা উপজেলার ইটভাটা মালিক সমিতির সাথে মত বিনিময় করেছেন
আলীকদম সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি’র পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ মেহেদী হাসান খান।
অাজ ০৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০:৫০ ঘটিকায় আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে লামা উপজেলার ইটভাটা মালিক সমিতির সদস্যবৃন্দদের সমন্বয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি ইটভাটা মালিকদের সুবিধা ও অসুবিধা, সরকারি ভাবে ইট ভাটার লাইসেন্স করা আছে কি-না, সন্ত্রাসী বাহিনী কর্তৃক চাঁদা চাওয়া ও সমিতি থেকে নির্ধারিত নিয়ম কারণ সঠিকভাবে মান্য করা। সমিতি সম্পৃক্ত গাড়ি গুলোতে মাদক-সহ অবৈধ মালামাল পরিবহন করা। অবৈধভাবে পাহাড় কাটা। স্থানীয় এলাকার পরিবেশের ক্ষতি সাধন। এবং ইটভাটায় জ্বালানি হিসেবে অবৈধভাবে বন কেটে জ্বালানি সংগ্রহ করা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জোরালোভাবে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
এসময় লামা উপজেলা ইট ভাটা সমিতির সভাপতি সাধারণ সম্পাদক ও সকল সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবং সর্বশেষ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক সবার পাশে থাকার আশ্বাস প্রদান করে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics