Daily Frontier News
Daily Frontier News

আমখোলায় গরীব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য জনসেবা সংগঠনের ঈদ উপহার

 

নিজস্ব প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন

 

পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন ১ নং আমখোলা ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডে প্রতি বছর এলাকার দুঃস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন ব্যাতিক্রম আয়োজন করে জনসেবা সংগঠনের মানবিক কর্মীরা।

ইউনিয়নের মুদিরহাট বাঁশবুনিয়া ইসলামিয়া দাখিল ও আলিম মাদ্রাসার মাঠে ও ৬নং ওয়ার্ডের আহেদ আলী হাওলাদার বাড়ীর সামনে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে ঈদ উপহার দেওয়া হয়।

এতে প্রায় পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার (সেমাই, চিনি, দুধ ও কিসমিসসহ অন্যান্য) ঈদ সামগ্রী দিয়ে প্রশংসায় ভাসছে সংগঠনটি।

মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মোশারেফ হাওলাদারের ছেলে পরোপকারী, গরিব দুঃখী মানুষের নিবেদিত প্রাণ,আবুল কাশেম মনির তিনি একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী। এই মহান কাজে সর্বসময় পার্শে রয়েছেন জনাব মোহাম্মদ বশীর আহমেদ দুবাই (প্রবাসী)

এবছর পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উদযাপন ভাগাভাগি করে নিতে মুসলিম ধর্মালম্বীদের জন্য ১৫০০+ (শাড়ী, লুঙ্গি থ্রি পিস) পরিবার পৌঁছিয়ে দিয়েছেন সংগঠনের সদস্যরা।

জনাব আবুল কাশেম (মনির) বলেন মানুষের কল্যাণ সাধনেই আমাদের একমাত্র লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে জনসেবা সংগঠন ২০০৬ সাল থেকে অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়ান বিভিন্ন সময় দেখা যায় এই সংগঠনটি মসজিদ মাদ্রাসায় ৮ টি টিউবওয়েল ও হতদরিদ্রদের রিক্সা নিজেদের অর্থায়নে দিয়েছে। টাকার অভাবে চিকিৎসা, মেয়ের বিবাহ, আর্থিক সংকটে যারা থাকেন তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, এই সংগঠন ২০০৬ সাল থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে রমজানে চাল,ডাল আলু,তৈল,খেজুর, ছোলা বুট, সেমাই, চিনি ,দুধ পবিত্র ঈদুল ফিতরে নতুন কাপড়, কুরবানীতে গরুর মাংস বিতরণ, অসচ্ছল পরিবারে বিবাহের জন্য টাকা, মসজিদ মাদ্রাসায় টিউবওয়েল, রোগীকে চিকিৎসার জন্য টাকা, অসচ্ছল পরিবারে অর্থ উপার্জনের জন্য রিক্সা ক্রায় করে দেওয়া সহ আমি এবং আমরা সংগঠনের সবার সহযোগিতায় দীর্ঘ একটি পথ পাড়ি দিয়েছি। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।এবং যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের প্রতিও অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

জনসেবা সংগঠন পরিচালনা করেন সফল গার্মেন্টস ব্যবসায়ী মোঃ আবুল কাশেম মনির, ও দুবাই প্রবাসী মোঃ বশির আহমেদ এছাড়াও সংগঠনে, নোমানুর রহমান নান্নু, ইঞ্জিনিয়ার নাসির বিশ্বাস,আনোয়ার হোসেন মাস্টার, আবদুর রহিম, জুয়েল, রবিউল, আহাদ, মেহেদী, তানভীর, রাসেলসহ প্রায় তিন শতাধিক সদস্য রয়েছে। মূলত দেশ এবং প্রবাসীদের আর্থিক সহযোগিতায় চলছে এই সংগঠনটির কার্যক্রম

Daily Frontier News