Daily Frontier News
Daily Frontier News

আনোয়ারা বরুমচড়ায় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ

 

(অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই খোদা প্রাপ্তি নিহিত)

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো দশ বছর এতেক্বাফের চেয়েও উত্তম। হাদিসের এ বাণী অনুসরণ করে চট্টগ্রামের ফলমন্ডির বিশিষ্ট ব্যবসায়ী ও অলি-আউলিয়া প্রেমিক আনোয়ারা বরুমচড়ার কৃতিসন্তান মোহাম্মদ আলী হোসেন আরিফ এর  উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আনোয়ারা থানার বরুমচড়া ইউনিয়নে দেড় হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত (৯ এপ্রিল, মঙ্গলবার) ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মুহাম্মদ আলী হোসেন আরিফ এর বাবা সমাজদরদী হাজী মোহাম্মদ  নাছির উদ্দিন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ  নুরুন্নবী আলকাদেরী,ফল মন্ডির শাহ মোহছেন আউলিয়া ফার্ম এর  প্রোপ্রাইটর  মোহাম্মদ হোসেন সওদাগর, আনোয়ারা উপজেলা থানা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সালাহউদ্দিন, শেরে বাংলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ  আবু মুছা কাদেরী, আনোয়ারা থানার পুলিশ প্রশাসনসহ  স্থানীয় আলেম, ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মোহাম্মদ আলী হোসেন আরিফ বলেন, হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এভাবে যদি অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে সমাজে অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে। এজন্য আল্লাহ রসুল (দ.) বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো দশ বছর এতেক্বাফের চেয়েও উত্তম। আসুন আমরা সবাই রসুলে (দ) এর এ বাণী অনুসরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

Daily Frontier News