Daily Frontier News
Daily Frontier News

আচরণ বিধি লঙ্গনে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম এর সমর্থক ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা

আচরণ বিধি লঙ্গনে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম এর সমর্থক ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম এমএসসি সমর্থক ৩ জনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি ২০২৪ উপজেলা অডিটোরিয়ামে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে প্রশাসনিক মিটিং করার সময় আচরণ বিধিমালা লঙ্ঘন করে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম এমএসসি পক্ষে লিফলেট বিতরণ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা ২০১৬ এর ২২(২) ধারা লঙ্ঘনের ৩১ ধারা অপরাধে ফাহিম আল ফয়সাল পিতা আব্দুল হালিম গ্রাম: মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়াকে ৫০০০(পাঁচ হাজার) টাকা, সোহেল পিতাঃ আঃ মোঃ তালেব গ্রামঃ মধ্যপাড়াকে ৫০০০(পাঁচ হাজার)টাকা এবং আঃ কাদের পিতা জসিম উদ্দিন গ্রাম পশ্চিম পাইকপাড়া কে ৫০০০( পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অর্থাৎ তিন জনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Daily Frontier News