নরসিংদী থেকে মাসুদ রানা বাবু ঃ
নরসিংদীতে আগুনে পুড়ে গেছে দুই বসতঘর ও যাবতীয় আসবাবপত্র। বৃহস্পতিবার (১২ মে) ভোরে সদর উপজেলার ধামের বাউলা এলাকায় এক দরিদ্র কৃষক ও রিকশাচালকের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ধামের বাউলা এলাকার রহমত উল্লাহ এবং রিকশাচালক আনাউল্লাহ । তাদের বসত ঘর দুটি পাশাপাশি ছিলো।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে কৃষক রহমত উল্লার রান্নাঘরের পাশে আগুন দেখতে পায় তারা। মুহুর্তেই সেই আগুন পুরো বসত ঘরে ছাড়ানোর পাশাপাশি পাশে থাকা রিকশাচালক আনাউল্লার ঘরেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘটনাস্থলে এসে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মো. রাজিব মিয়া নামে এক প্রতিবেশি জানান, ৩০ মিনিটেই দুজনের বসতঘরের ভেতরের ফ্রিজ, চৌকি, তোষক, হাড়ি- পাতিল এবং কৃষক রহমত উল্লাহর ছেলেকে বিদেশ পাঠানোর জন্য রাখা নগদ ৭০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে দুটি দরিদ্র পরিবারকে পথে বসার উপক্রম হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তৌহিদুল ইসলাম জানান, রান্না করার সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা ।
#
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics