Daily Frontier News
Daily Frontier News

আখাউড়ায় লিজকৃত মন্দিরের জায়গা দখল দিলো রেলওয়ে প্রশাসন

 

আফজল খান শিমুল :-

 

.    ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন লিজকৃত একটি মন্দিরের জায়গা দখলমুক্ত করে দিলো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ।

বুধবার,০২ সেপ্টেম্বর, দুপুরের দিকে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম ভূ-তত্ব বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর তং চংগার নেতৃত্বে এ অভিযান চলে।

এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সজিব মিয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ , মো: আবুল হাসিম, আখাউড়া উপজেলার (রেলওয়েসহ) বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আইনশৃংখলা বাহিনীর সদস্য,গণমাধ্যম কর্মী ও সাধারন জনগণ।

এ সময় মোগড়া মৌজার মোট ১৪ শতাংশ জায়গা পূর্বের দখলকার ছালাউদ্দিনের নিকট হতে মন্দিরের জন্য সদ্য লিজকৃত রেলওয়ের পরিত্যক্ত ভূমি উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে রেল বিভাগ চট্টগ্রাম ।

জানতে চাইলে, চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দিপংকর তং চংগা বলেন, আগের লিজ নেয়া ছালাউদ্দিন গং এর ১৯৯৫ সাল থেকে রেলওয়ের প্রাপ্ত খাজনা বকেয়া আছে, তাই নিয়ম মাফিক, আখাউড়া হিন্দু সম্প্রদায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি সব নিয়ম-কানুন মেনে তাদের ৯৯ বছরের জন্য লিজ দেয়া হয়েছে ১৪ শতাংশ জায়গা।

তবে সমস্যা নেই, এখানে মোট ২৪ শতাংশ জায়গার আরও ১০ শতাংশ জায়গা বাকি আছে, ইচ্ছা করলে পূর্বের দখলকার সরকারি খাস জমির নিয়মানুযায়ী লিজ বা বন্দোবস্ত নিতে পারবে। তাদের অগ্রাধিকার দেয়া হবে।

এ সময় লিজকৃত মন্দিরের জায়গায় থাকা একটি ঘর উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ ।

Daily Frontier News