আফজল খান শিমুল :
গতকাল শুক্রবার ( ১ নভেম্বর ) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের উপর নৃসংস হামলার প্রতিবাদে আখাউড়া উপজেলা চত্বরে ছাত্র-শিক্ষক সমন্বয়ে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে উক্ত এলাকার শত শত লোকজন, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলীরা অংশগ্রহণ করে।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলার শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসান বলেন, আমি তুলাই শিমুল স্কুলের প্রধান শিক্ষক আমার পাশেই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়। আপনারা জানেন যে স্কুলের এমপিও ঠিক রাখতে হলে স্বীকৃতি ঠিক রাখতে হলে স্কুলের জমির খাজনা খারিজ করতে হয়, উনার দায়িত্ব থেকে তাদেরকে বারবার তাগিদ দিলেও টাকা ফেরত দেয় না, জমিও রেজিস্ট্রি করে দেয় না, তাই উনি বাধ্য হয়ে মামলা করেছেন।এই মামলা নিয়ে তাদের সাথে বিবাদ।
টনকি ছাদেকুল উলুম ফাজিল মাদ্রাসার লেকচারার আল আমিন বলেন, আমি নেটের মাধ্যমে দেখতেছি যাকে বারবার লাঞ্ছিত করতেছে তার কোন অপরাধ সাব্যস্ত করতে পারে নাই, তার অপরাধ শুধু প্রতিষ্ঠানের স্বার্থে হিসাব বুঝিয়ে দিতে বললেই তারা তাকে লাঞ্ছিত করে, এই স্কুলের সাবেক ছাত্র ছাবিত হোসেন বলেন, আমি সেদিন ম্যাডামের সাথে ছিলাম স্কুলে ঢোকার পর, ছাত্রছাত্রী বাইরের লোকজন মোবারকের মেয়ে সহ আরো অনেকেই মিলে ম্যাডামের সাথে যা মন চায় তাই করতেছে। আমি কন্ট্রোল করতে পারব না তাই সরে যাই, প্রতিবাদ মানববন্ধনে আরো অনেকেই বক্তব্য রেখেছেন।
আখাউড়া উপজেলার শিক্ষক সমিতির সেক্রেটারি দেওয়ান সাজিদুল হক দুলাল, সাবেক প্রধান শিক্ষক নাজির হোসেন, সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহ আলম খন্দকার, অভিভাবক আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের সাবেক ও বর্তমান শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শেষে একটি প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics