Daily Frontier News
Daily Frontier News

অসুস্থ নেতাকে দেখতে তৈলকুপি গ্রামে যুবদল নেতা মন্টু

 

শাহিন বিশ্বাস, জেলা প্রতিনিধি:-

 

সাতক্ষীরা জেলার তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল মন্টু শুক্রবার বিকেলে তালা উপজেলার তৈলকুপি গ্রামে যান অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা আলিম গাজীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে। তিনি আলিম গাজীর নিজ বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও উৎসাহ দেন।

আলিম গাজী তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির একজন সিনিয়র সদস্য এবং দলের একজন পরিচিত ও সক্রিয় নেতা। বর্তমানে তিনি হার্ডের সমস্যায় অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় মোস্তফা কামাল মন্টু বলেন, “আলিম ভাই দলের প্রতি অত্যন্ত নিবেদিত একজন কর্মী। তার অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি, এবং দলের পক্ষ থেকে আমরা সবসময় তার পাশে আছি।”

নেতা মন্টুর সঙ্গে আরও উপস্থিত ছিলেন—
তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি.এম. আবু মুহিত,
সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ হায়দার আলী,
সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,
সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম,
সিনিয়র সম্পাদক শেখ সোহাগ,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম,
যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম,
শাহিন গাজী, সাইফুল ইসলাম প্রমুখ।

Daily Frontier News