মাসুদ পারভেজ
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আনোয়ারার বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বিকালের পর থেকে বিদ্যুৎহীন অবস্থায় আছে পুরো এলাকা। ৯০ হাজার গ্রাহকের কোনো ঘরেই জ্বলেনি বাতি।
স্থানীয়রা জানান, বিকাল থেকে আনোয়ারার উপকূলীয় বিভিন্ন এলাকায় ধমকা হাওয়া বয়ে যায়। কোন কোন এলাকায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। যে কারণে বিকাল ৫টার পর থেকে রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিল পুরো এলাকা।
পল্লী বিদ্যুৎ সমিতি আনোয়ারা অফিসের উপমহাব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় সরবরাহ চালু করতে সময় লাগছে। বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী জানান, দুপুর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটেছে।
উপজলো কৃষি র্কমর্কতা রমজান আলী জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে পাকা ধান, শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। তবে কত হেক্টর জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics