আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ::
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর সুনামগঞ্জ জেলার শেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল নির্বাচিত হওয়ায় তাহিরপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গণের পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করে সংবর্ধনা ও সম্মাননা স্মারক গ্রহণ করেন জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান।
এসময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান শেখ, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, মো: হারুন অর রশিদ, মন্টু সরকার।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক শেখর রায়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics