মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল( প্রশাসন) জনাব মোঃ রাকিবুল ইসলাম। পঞ্চগড়ে অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন তিনি এই শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শুদ্ধাচার পুরস্কার (২০২১—২০২২) এর ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম(বার), পিপিএম। সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার পাওয়ার পর এক অনুভূতিতে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল( প্রশাসন) জনাব মোঃ রাকিবুল ইসলাম বলেন, সর্বদাই দেশ ও মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে যাতে আমার কর্তব্য সম্পাদন করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই। এই পুরস্কার আমাকে দেশ সেবায় আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল( প্রশাসন) জনাব মোঃ রাকিবুল ইসলাম জেলা পুলিশ পরিবারের সকল পুলিশ সদস্য উজ্জীবিত বলে মন্তব্য করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, জনাব মোঃ ছাইদুল হাসান,পিপিএম।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics