আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বিজয়নগরে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২রা ফেব্রুয়ারি (শুক্রবার) ৩ঘটিকায় উপজেলার আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী (সোহেল) এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী (এমপি)।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ফাহিমা খাতুন, জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন, সহ সভাপতি হাজী হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী (মন্টু), জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সুর্নিমল সাহা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হৃদয় আহমদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি এড শাহানুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড লোকমান হোসেন, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামদুর রহমান মান্না, জেলা মহিলা লীগের সভাপতি এড তাসলিমা খানম নিশাত, বিশিষ্ট শিল্পপতি লূৎফর রহমান মুকাই আলী, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শুভন সহ জেলা উপজেলা আ.লীগ ও তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১০টি ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং নানা শ্রেণি-পেশার লোকজন।
প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মুক্তাদীর চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি বিজয়নগর বাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছি, আমাকে চার চার বার নির্বাচিত করে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন । এ সময় তিনি আরও বলেন, বিজয়নগর উপজেলায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০০ শয্যা করা হবে । উপজেলাতে একটি টেকনিকাল ট্রেনিং সেন্টার একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করা হবে । উপজেলায় একটি সাবরেজিস্টার অফিস আনতে আইনমন্ত্রী মহোদয়ের কাছে আগেও বলে রেখেছি, আবারো আমি উপজেলাবাসীর বার্তা পৌঁছে দেব, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। এখানে সরকারি কলেজ করার জন্য চেষ্টা করব। আমার নির্বাচনী এলাকা বিজয়নগর ও সদর এর জনগণের জন্য একটি টাউনশিপ (উপশহর) এর কার্যক্রম প্রক্রিয়াদিন আছে। বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া সংযোগস্থলে একটি বড় ব্রিজ আছে আরেকটা করা হবে। দত্ত খোলা দিয়ে একটি রাস্তা হবে। সবার আবদারে একটি ডাকবাংলো করা হবে। উপজেলায় একটি মিলনায়তনের অনুরোধ করা হয়েছে সেটা করা হবে । ট্রেনের বিরতির কথা আমি স্বীকার করবো না, তবে ট্রেন সংখ্যা বাড়বে সেটা আমি অনুরোধ বলতে পারি। ঘরে ঘরে গ্যাস দিতে পারবো না, আপনারা গ্যাস সিলিন্ডার কিনেন। যাহা আমার দ্বারা সম্ভব নয় সেটার প্রতিশ্রুতি আমি দেবো না, গ্যাস শুধু কল কারখানায় ব্যবহৃত হবে। বিশ্বের কোথাও গ্যাস লাইন নাই। স্কুল কলেজ যেগুলো এমপিও ভুক্তর বাকী সেগুলো আমি করে দেব।
উপজেলায় ৩টি গার্লস স্কুল আছে, যদি গার্লস কলেজ করতে চান সহযোগিতা করব। কোথাও রাস্তা বাকি থাকলে সেগুলো আমি করে দেব। পরিশেষে তিনি কৃতজ্ঞতা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চারবার নমিনেশন দিয়েছে চারবার ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এবং মাননীয় প্রধানমন্ত্রীর আস্থায় আমি যাতে দক্ষতার সাথে কাজ করে যেতে পারি, আমার জন্য দোয়া করবেন। সদর এবং বিজয়নগর দুটোকেই মডেল উপজেলা করার চেষ্টা করে যাবো। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে যাতে আদর্শ জেলায় পরিণত করতে পারি চেষ্টা করব। অচিরেই আমাদের জেলায় বর্জ্য ব্যবস্থা কারখানা হয়ে যাবে। মন্ত্রীর আশার বাণী শুনে বিজয়নগরের জনগণ উচ্ছ্বসিত। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ বরণ্য শিল্পী মমতাজ বেগম।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics