Daily Frontier News
Daily Frontier News

চাঁপাইনবাবগঞ্জে শব্দ সচেতনামূলক প্রশিক্ষণ

 

এসএম রুবেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জে শব্দ সচেতনামূলক প্রশিক্ষণ হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-পরিবেশ অধিদপ্তর এর আওতায় বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে-এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) আবুল কালাম সাহিদ,সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুস সামাদসহ অন্যরা। জেলা কালচারাল অফিসার ড.ফারুকুর রহমান ফয়সালের সঞ্চালনায় প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো:-মিজানুর রহমান।

জেলা প্রশাসন,চাঁপাইনবাবগঞ্জের সার্বিক সহযোগিতায় আয়োজিত দেড় ঘন্টাব্যাপী এ প্রশিক্ষণে পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবেদ আলীসহ জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

Daily Frontier News