Daily Frontier News
Daily Frontier News

হবিগঞ্জের ৪ আসনে ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ- প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু- কে হাসবে বিজয়ের হাসি

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

 

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪ আসনে ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১২টার পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

এ সময় আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে নৌকা প্রার্থী জাতীয় পাঠির লাঙ্গল ও অন্যান্য দলীয় প্রার্থীদের মধ্যে নিজ দলের ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী পেয়ছেন ঈগল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ পেয়েছেন ট্রাক প্রতীক। হবিগঞ্জ-২ আসনে বর্তমান এমপি আব্দুল মজিদ খান পেয়েছেন ঈগল ও হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পেয়েছেন ঈগল প্রতীক।
প্রতীক বরাদ্দের পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ সকল প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আচরণবিধি মেনে আপনাদের নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা করবেন।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করে।

Daily Frontier News