Daily Frontier News
Daily Frontier News

সুনামগঞ্জ ৫ আস, স্বতন্ত্র প্রার্থী শামীম চেীধুরী নির্বাচনী সভায় মানুষের ঢল

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ডাক দিয়েছে শামীম ভাই-ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার ) আসনের উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আলমপুর গ্রামে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী। এমনকি রাস্তা দলবেধে হেটে যেতেও একই শ্লোগান উচ্চারণ করছেন সাধারন ভোটারা।গত বুধবার গভীর রাতে ৪৭ নং আলমপুর এলাকায় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে মিছিল-সমাবেশ ছাড়াও এলাকার যুবক-বৃদ্ধ ও ছোট ছোট শিশু কিশোরসহ সর্বস্তরের মানুষের মুখে মুখে এখন এই শ্লোগানটি উচ্চারিত হচ্ছে। আসনটিতে জেলা আওয়ামীলীগের যুন্ম সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে প্রতিদ্বন্ধিতা করছেন। আসনটিতে অন্যান্যদলের প্রার্থী থাকলেও মুল প্রতিদ্বন্ধিতা হবে আওয়ামী লীগের (স্বতন্ত্র) শামীম আহমদ চৌধুরী ও নৌকার মুহিবুর রহমান মানিকের মধ্যেই। ইতোমধ্যে ছাতক-দোয়ারাবাজার উপজেলার আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা একাট্টা হয়ে শামীম চৌধুরী পক্ষে মাঠে নেমেছেন। শামীম চৌধুরী নির্বাচনী উঠান বৈঠক মতবিনিময় সভা সমাবেশে রূপ নিচ্ছে, নামছে মানুষের ঢল। একটি কেন সমাবেশে ‘ডাক দিয়েছে শামীম ভাই-ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশে আব্দুল খালিকের সভাপতিত্বে যুবলীগ নেতা আলী আহমদের পরিচালনায় অনুষ্টিত নিবাচনী সভায় প্রধান অথিতি ছিলেন শামীম আহমদ চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,উপজেলা আওয়ামীলীগের নেতা শামছুল ইসলাম খান। অনুষ্টিত সভায় রাখেন আছদ্দর আলী, আকিক মিয়া,আরিফ উল্লাহ,আছমত আলী,জুয়েল আহমদ, লিলু মিয়া,ইসলাম উদ্দিন, মনোয়ার আলী,জহির উদ্দিন,সিরাজুল ইসলাম,ইব্রাহিম আলী গেদা,রুবেল আহমদ,সাদিকুর রহমান,হোসিয়ার আলী,ফরহাদ আহমদ.বশর মিয়া,সাইফুল ইসলাম,মতছ আলী,সুন্দর আলী,আনাছ আলী,আহমদ আলী,বাতির আলী,সোপান মিয়া,মোহাম্মদ আলী প্রমুখ। বক্তারা বলেন,এমপি মানিকের জিন্মি দশা থেকে সাধারন মানুষ মুক্তি চায়, ২০বছর পর আমরা মুক্তির সুযোগ পেয়েছি। পরিবতনে লক্ষ্যে দলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন মাঠে। এ সভাটিকে বিভিন্নখাতে নিতে একটি স্বাথোন্সেষী চত্রæ গ্রামের কামাল উদ্দিন ও সাইফল দুটি খেরের বোলা আগুন দিয়ে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ঈগল পাখি মার্কা প্রতীকে ভোট দিয়ে জনগন তাদের আশার প্রতিফলন ঘটাবে। ঈগলের পক্ষে ছাতক দোয়ারাবাজারে গনজোয়ার সৃষ্টি হয়েছে।

Daily Frontier News