Daily Frontier News
Daily Frontier News

শিক্ষকদের সরকারী প্রশিক্ষণে ভোট চাইলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

 

চুনারুঘাট প্রতিনিধিঃ-

 

মাধ্যমিক শিক্ষকদের সরকারী প্রশিক্ষণে ভোট চাইলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।এ নিয়ে আচরন বিধি লঙ্ঘন ও ক্ষমতা প্রদর্শনের অভিযোগ উঠেছে।হবিগঞ্জ ৪ (চুনারুঘাট-মাধবপুর)নির্বাচন এলাকার সহকারী রির্টানিং অফিসার, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নিলীমা রায়হানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজরানা শুকরানা বিষয়টির সত্যতা স্বীকার করেন

(১৯ ডিসেম্বর)মঙ্গলবার দুপুরে তিনি চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষকদের নতুন কারিকুলাম প্রশিক্ষণে অংশ গ্রহনকারী শিক্ষকদের কাছে ভোট প্রার্থনা করেন।

এ সময় মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ ছমদ মাষ্টার অতি উৎসাহী হয়ে ভোট চেয়ে বক্তব্য রাখেন।

নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনে উপস্থিত কয়েকজন শিক্ষক কথা বললে এবং ছবি তুলতে গেলে মাধ্যমিক শিক্ষা অফিসার নাজরানা শুকরানা তাদের চুপ খাকার জন্য অনুরোধ করেন।

চুনারুঘাটের ইউএনও নীলিমা রায়হানা বলেন প্রশিক্ষণে মন্ত্রী মহোদয় কে যেতে নিষেধ করলেও তিনি কেন গেলেন তা তার জানা নেই।

এদিকে প্রতিক বরাদ্দের সময় প্রতিমন্ত্রীর পুলিশ প্রহরা ও ক্ষমতা প্রদর্শন নিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন সতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

Daily Frontier News