সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মানিকগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারণায় নিয়মিত পথসভা করে যাচ্ছেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির ১নং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে এস এ জিন্নাহ কবীর ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী ডিগ্রী কলেজ মাঠে পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন মানিকের সভাপতিত্বে ৩১ দফার লিফলেট বিতরণ প্রচারণা সভায় অংশ নেন।
প্রচারণায় জিন্নাহ কবির এলাকার জনগণের সাথে মতবিনিময় ও গত পনেরো ষোলো বছরের স্বৈরশাসক সম্পর্কে বিভিন্ন কথা তুলে ধরেন। এসময় তিনি ৩১ দফার কথা উল্লেখ করে সুবিধা বঞ্চিত বেকার যুবকদের চাকরির সুবিধা, কৃষকের ভাগ্য নির্ণয়ের ১১ নং দফায় বিশদ আলোচনা করে ধানের শীষে ভোট দিয়ে আগামীতে তারেক রহমানকে দেশ শাসনের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি গ্রহণ করেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্রের ন্যায় সমৃদ্ধ। একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি গন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics