Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ।

 

 

হেলাল উদ্দিন সরাইল ব্রাহ্মনবাড়িয়া ঃ-

৩০শে মে ২০২২ইং সোমবার বিকাল চার ঘটিকায় কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে কালিকচ্ছ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি আমির আলী। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া৩১২ (মহিলা সংরক্ষিত আসন) এর সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এম পি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মুজিবুর রহমান বাবুল, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এড. আব্দুর রাশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা এড. জয়নাল উদ্দিন জয় উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমা আক্তার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি মুজিবুর রহমান, সহ সভাপতি ইসমাইল খান, সহ সভাপতি শ্রী বেনু দেব , যুগ্ম সাধারন সম্পাদক তদকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী মিয়া,আইন বিষয়ক সম্পাদক কবি আবুল কাসেম তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন মাস্টার,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ জালাল উদ্দীন, সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা বেলায়েত হোসেন মিল্লাত, বাংলাদেশ ছাত্রলীগ কালিকচ্ছ ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, সদ্য গঠিত সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দিন, সহসভাপতি কাজি আবিদ উল্লাহ বাপ্পি ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ বাপ্পি।

এছাড়া কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আবু আহাম্মেদ মৃধা ও কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবু মুসা মৃধা এর স্ত্রী গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রাপ্ত, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য রোকেয়া বেগম  সহ প্রত্যেক ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আগামী ১৫ জুন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১১ জুনের মধ্যে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন জেলা আওয়ামী লীগ কর্তৃক গঠিত সরাইল উপজেলা আওয়ামী লীগ কমিটি গঠন মনিটরিং সেল।

Daily Frontier News