Daily Frontier News
Daily Frontier News

বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে চট্টগ্রামের দুই কমিটি বিলুপ্ত

 

চট্টগ্রাম ব্যুরো

 

সংগঠনের নিয়ম বহির্ভুত বিতর্কিত কর্মকাণ্ড ও বাংলাদেশ রোড ট্র্যান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তার পক্ষ নিয়ে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সম্পর্কে অশালিন মন্তব্য করায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের চট্টগ্রাম জেলা কমিটি ও সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় চট্টগ্রামের আঞ্চলিক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি,

গত শনিবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী এই দুটি কমিটি বিলুপ্ত করে চিঠি ইস্যু করেছেন বলে জানা গেছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হানিফ খোকন এই তথ্য নিশ্চিত করেছেন। উভয় চিঠির অনুলিপি চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার, বিআারটিএ, চট্ট মেট্রো সার্কেল-১ এর উপ-পরিচালক (ইঞ্জি.), চট্টগ্রামের পুলিশ সুপার, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের বরাবরেও পাঠানো হয়েছে ।

চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্ত করা চিঠিতে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর মো. ইউসুফ আলীকে সভাপতি ও মো. ইলিয়াস হোসেনকে সাধারণ সম্পাদক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। জেলা কমিটি অনুমোদনের পর থেকে কেন্দ্রীয় কমিটির সাথে কোন প্রকার যোগাযোগ না করা এবং শ্রমিকদের স্বার্থ বিরোধী কর্মকান্ড ও ট্রাফিক অফিসের দালালির অভিযোগ রয়েছে। গত ১৩ জুন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের নাম ব্যবহার করে বিআরটিএ’র পক্ষ অবলম্বন করে মানববন্ধন করেছেন। যাহা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নজরে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ডেকে গালমন্দ করে এবং বলে যে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ জন্ম হয়েছে পরিবহন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি বাস্তবায়ন করার জন্য কিন্তু কাহারো পক্ষে বা বিপক্ষে দালালী করার জন্য নয়।

এছাড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলশী থানার সদস্য ও তাকে জেলা কমিটির সাধারণ সম্পাদক বানানোর জন্য আপনি (মো. ইউসুফ) ৩০ হাজার টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেনের মোবাইল নাম্বারের জায়গায় অন্য ব্যক্তির মোবাইল নাম্বার ব্যবহার করে কেন্দ্রীয় কমিটির সাথে প্রতারনা করে কমিটি অনুমোদন নেয়া হয়েছে। টাকার বিনিময়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা ব্যক্তিকে দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা অত্যান্ত ন্যাক্কারজনক। এহেন কার্যকলাপ সংগঠনের ভাবমূর্তী ক্ষুন্ন হওয়ায় ১৭ জুন ২০২৩ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্ত করা হইল। এই তারিখ হতে অত্র সংগঠনের নাম ও রেজিট্রেশন নম্বর, প্যাড, ভিজিটিং কার্ড ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

অপর এক চিঠিতে বলা হয়েছে, গত ৪/১০/২০২১ ইং তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম আঞ্চলিক উপ-কমিটির (এম. জসিম উদ্দিন রানা-সভাপতি ও উজ্জ্বল বিশ্বাস-সাধারণ সম্পাদক) এর মেয়াদ ১৬/০৯/২০২২ ইং উত্তীর্ণ হয়েছে। সাংগঠনিকভাবে কেন্দ্রীয় কমিটির সাথে কোন প্রকার যোগাযোগ না করা ও নির্দিষ্ট সময়ে কমিটি গঠন পূর্বক কেন্দ্রীয় কমিটি হতে অনুমোদন না নেওয়ায় চট্টগ্রাম আঞ্চলিক উপ-কমিটি বিলুপ্ত ঘোষনা করা হইল। একই তারিখ থেকে অত্র সংগঠনের নাম ও রেজিষ্ট্রেশন নম্বর, প্যাড, ভিজিটিং কার্ড ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয় হয়েছে।

Daily Frontier News