Daily Frontier News
Daily Frontier News

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, খুন ও সারা বাংলায় নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি চত্ত্বরে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের শোডাউন এবং পথসভা অনুষ্ঠিত

 

নবীগঞ্জ প্রতিনিধি:-

 

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, খুন ও সারা বাংলায় নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শোডাউন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। (২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মাদ্রাসা পয়েন্ট থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ কিবরিয়া চত্ত্বরে সমবেত হয়ে কিবরিয়া চত্বরস্থ চৌরাস্তা প্রদক্ষিন করে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন বক্তাগন। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা না পাওয়া পর্যন্ত আওয়ামীলীগের নেতা কর্মীরা ঘরে ফিরে যাবেনা এবং আগুন সন্ত্রাসী পুলিশের খুনী বিএনপি-জামায়াত চক্রের একজন দুষ্কৃতকারীকেও মাঠে নামতে দেওয়া হবে না। এ দিকে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কার্যকলাপ ও নাশকতা ঠেকাতে সকাল থেকে মহা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নবীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ সহ গ্রাম পুলিশকে সর্তক অবস্থায় থাকতে দেখা যায়। তবে, সকাল থেকে বিকাল পর্যন্ত বিএনপি বা জামায়াতের কোন পিকেটিং বা সমাগম চোখে পড়েনি। মহা সড়কে দূরপাল্লার বাস, ট্রাক, প্রাইভেট গাড়ী, এম্বুলেন্স, সিএনজি চলাচল দেখা গেলেও যাত্রী সাধারণ তেমন একটা দেখা যায় নি। এ সংবাদ লিখা পর্যন্ত
নবীগঞ্জ উপজেলার কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায় নি।

 

Daily Frontier News