Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটায় বাংলাদেশ আওয়ামীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

শাহিন বিশ্বাস, সাতক্ষীরার প্রতিনিধি॥

পাটকেলঘাটায় বাংলাদেশ আওয়ামীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল বিকাল ৫ টায় পাটকেলঘাটা প্রেসক্লাব চত্তর থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজারের গুরুত্ব পুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পাটকেলঘাটা প্রেসক্লাব চত্বরে এসে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, তালা উপজেলা আওয়ামীগের সহ সভাপতি এড শেখ আব্দুস সামাদ, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান, ধানদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাক্তার শহীদুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিযার রহমান, তালা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান। অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মীর জাকির হোসেন।

Daily Frontier News