নরসিংদীর পলাশে জাসদের কর্মী সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি আজ ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার বিকাল ৪:৩০টায় নরসিংদীর পলাশ উপজেলার মিঞা বাড়ীতে উপজেলা জাসদের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পলাশ উপজেলা জাসদের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি জায়েদুল কবির, জেলা জাসদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পলাশ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুল হক, নরসিংদী সদর উপজেলা জাসদের সভাপতি বিধান দাস, যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য মোহসীন আলী কোরাইশী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, সন্ত্রাসী বিএনপি-জামাত অবরোধের নামে নৈরাজ্য প্রতিরোধ করে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হবে। পুলিশ হত্যাকারী এবং আগুন সন্ত্রাসের দুস্কর্মের পথে থাকা বিএনপির সাথে সংলাপ অর্থহীন। বিএনপি-জামাতের অবরোধ দেশের উন্নয়ন ও জাতীয় সংসদ নির্বাচন আটকানোর চক্রান্ত। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখতে বিএনপি-জামাতের নির্বাচন ও উন্নয়ন আটকানোর অবরোধ মোকাবেলা করেই সংবিধান অনুযায়ী যথাসময়ে ভোট করতে হবে।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics