মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল তিনটায় নাচোল ইউনিয়ন পরিষদ চত্বরে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা কৃষক দলের আহ্বায়ক,শওকত আলীর সভাপতিত্বে
অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি, মোসাদ্দেকুর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শফিকুল ইসলাম, নাচোল মহিলা কলেজের প্রফেসর আলাউদ্দিন, নেজামপুর ইউনিয়ন বিএনপি দলের সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ প্রমূখসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা,এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন তারা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics