Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী-৩ (শিবপুরে) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে অভিযোগ রাসেল মোল্লা

 

রাসেল মোল্লা

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান ও তাঁর ভাই সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান
পোর্টনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে ব্যবহারের জন্য সাত
হাজার দেশীয় অস্ত্র প্রস্তুত রাখার হুমকি দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন সিরাজুলের সমর্থক জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম
আহমেদ সরকার।
এসব ঘটনায় বুধবার (২০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলমের কাছে নৌকা
প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খান লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে নৌকা
প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খান ও তাঁর চাচাতো ভাই সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনকে প্রাণনাশের
হুমকি দিয়েছেন। পাশাপাশি তাঁরা ভোটারদের বিভিন্ন আর্থিক প্রলোভন দেখাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট
ফজলে রাব্বি খান আরো অভিযোগ করেছেন, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের
কামরাব স্কুল মাঠে সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনী পথসভায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই সভায় স্বত
প্রার্থীর সমর্থক জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম আহমেদ সরকার তাঁর বক্তব্যে সাত হাজার দেশীয় অস্ত্র (ঢেঁটা,
সুলফী, ছুড়া, লোহার রড, শাবল) প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন এসব অস্ত্র
ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদিমের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব
হুমকির কারণে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকসহ সাধারন ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Daily Frontier News