Daily Frontier News
Daily Frontier News

নবীনগরে জাকের পার্টির এমপি প্রাথী হিসেবে কবির হোসেনকে মনোয়ন

 

মাসুম মির্জা নবীনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর অডিটোরিয়ামে জাকের পার্টির কাউন্সিল ও মত বিনিময় সভায় আসন্ন জাতীয় নির্বাচনে জাকের পার্টির এমপি প্রার্থী হিসেবে গোলাপ ফুল প্রতিকে মো: কবির হোসেনকে দলীয় মনোয়ন প্রদান করা হয়েছে।

 

জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির মহা সচিব শামীম হায়দারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় নবীনগর উপজেলা জাকের পার্টির সভাপতি মো: কবির হোসেনের সভাপতিত্বে উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রহমতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মুফতি শরীফুল ইসলাম শাইফী, সদস্য মো: আব্দুর রশিদ হাওলাদার, জাকের পার্টির অতিরিক্ত মহা সচিব সেলিম কবির, জাকের পার্টির কেন্দ্রীয় যুব ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউছার আহমেদ চাঁদপুরী, কুমিল্লাবিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: নিজাম উদ্দিন রুমেল, নবীনগর উপজেলা ইউনিট – ২ এর সভাপতি মো: জামশেদ চৌধুরী।

শামীম হায়দার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ ব্যালেটের মাধ্যমে জাকের পার্টির প্রতিটি প্রতিনিধি নির্বাচন করা হয়। আপনাদের উপজেলায় জাকের পার্টির এমপি প্রার্থী হিসেবে উপজেলা জাকের পার্টির সভাপতি মো: কবির হোসেনকে গোলাপ ফুল প্রতিক দলীয় মনোয়ন প্রদান করা হল।

Daily Frontier News