সুজিত কুমার চক্রবর্তী , নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১, নাসিরনগর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার কিছুদিন যেতে না যেতেই আবারও বিএনএম দলে যোগদান সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ।
জানা গেছে,গত ১৯ নভেম্বর রোববার রাতে তৃণমূল বিএনপির কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করার দুইদিন পর গত ২২ নভেম্বর বুধবার তিনি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কিছুদিন যেতে না যেতেই আবারও তৃণমূল বিএনপি ছেড়ে বিএনএম দলে যোগদান করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সতন্ত্র প্রার্থী হলে সকলেই বিরোধী হয়ে আমার মনোনয়ন পত্র বাতিলের চক্রান্ত করবে তাই যে কোন একটি দল থেকে নির্বাচন করার লক্ষে বিএনএম যোগ দিয়েছি। তিনি তৃণমূল বিএনপি ছেড়ে দেয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, বর্তমানে বিএনএম দলে উচ্চ শিক্ষিত ও ভালো মানুষ রয়েছে তাই বিএনএম যোগ দিয়েছি।
নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া -১ আসনটি গঠিত। বিএনএম দলের প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদের পৈতৃিক নিবাস উপজেলায় ভাটি অঞ্চলের সর্ব বৃহত্তম ইউনিয়ন চাতলপাড় বড়নগর গ্রামে। ১৯৯০ সালে সতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন প্রতিদ্বন্দ্বী করেন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে জয় লাভ করে সংসদ সদস্য হয়েছেন। তিনি প্রথমে ছাত্রলীগ, যুবলীগ করে বিএনপি, সতন্ত্র করে আবার আওয়ামী লীগ, পরে তৃণমূল থেকে আবারও বিএনএম যোগদান করে আলোচনার শীর্ষে রয়েছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics