Daily Frontier News
Daily Frontier News

তাহিরপুরে জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের তাহিরপুরে নাশকতায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাদাঘাট ইউনিয়নের মৃত ছবর আলী শাহ’র ছেলে বিএনপি নেতা আমির শাহ (৪৫), একই গ্রামের শেখ খসরু মিয়ার ছেলে বিএনপি নেতা ডা. শেখ এস কে শফিকুল ইসলাম (৪০), শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাচড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল হোসেন (৪০), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি (২২), জামায়াত নেতা কলাগাঁও গ্রামের মৃত এলাহি বক্স ফকিরের ছেলে আল আমিন (৩২), একই গ্রামের সিরাজ খন্দকারের ছেলে জামায়াত নেতা মাহমুদউল্লাহ (৪০)।

তাহিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Daily Frontier News