Daily Frontier News
Daily Frontier News

শ্রীপুরে শহীদি মার্চ কর্মসূচি পালন করলেন শিক্ষার্থীরা

 

এস.এম দুর্জয়:-

 

.       গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদদের স্মরণে গাজীপুরের শ্রীপুরে “শহীদি মার্চ” কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর)বেলা ১১টার দিকে শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে শহীদি লংমার্চ উপলক্ষে শিক্ষার্থীরা একটি র‍্যালি বের করে,মিছিল সহকারে র‍্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবদা মোড় প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয়,পরে উড়াল সেতুর নিচে শ্রীপুরের মাওনা চৌরাস্তা শাখার সমন্বয়কদের উদ্যোগে এ শহীদী মার্চ কর্মসূচী এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃরিফাত মাহমুদসহ শিশির আহমেদ,আসিক হাসান,শিহাব,মিনহাজুর রহমান,মোঃমাসুদ হাসান,মুফতি মেহেদী,মোঃ ফতিন শার্কর কনিক,মোঃজুয়েল,আবু রায়হান মিজবা।এসময় আরো উপস্থিত ছিলেন,মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ,শ্রীপুর,বরমী,জৈনা বাজার,কবি নজরুল ইউনিভার্সিটি সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করে।এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ এবং কলেজ স্কুলের প্রতিনিধিগণ সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ছাত্র -জনতার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।বক্তৃতা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য কামনা করে’শহীদি মার্চ’কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন।

Daily Frontier News