ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার নারায়ণঞ্জঃ
জিতবে আবার নৌকা সস্তাপুরে অহিদ মঞ্জুর বিশাল মিছিল। গতকাল ১ ডিসেম্বর বাদ জুম্মা সদর উপজেলা দক্ষিণ গেট সংলগ্ন সস্তাপুর গাবতলার মোড় থেকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শামিম ওসমানের পক্ষে সস্তাপুর এলাকার সর্বস্তরের জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দোয়া চেয়ে ৫ নং ওয়ার্ড ফতুল্লা ইউনিয়নে পথ যাত্রা মিছিল করেন। অহিদ ভাইয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন মাসুদ মাদবর, সজীব, মেহেদী, শাহ আলম হাওলাদার, বাইজিদ আকন্দ, ওমর আকন্দ প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics