Daily Frontier News
Daily Frontier News

জাসদের পার্লামেন্টারি বোর্ডের সভায় জেলাওয়ারি দলীয় মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার গ্রহণ,আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 

 

(প্রেস বিজ্ঞপ্তি)
২৩ নভেম্বর ২০২৩

.    জাসদের পার্লামেন্টারি বোর্ডের সভা হয়েছে।
জেলাওয়ারি দলীয় মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।
আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আজ ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সভাপতি ও পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্লামেন্টারি বোর্ডের সদস্য সচিব ও দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সদস্য মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা এবং নাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
মনোনয়ন বোর্ড জেলাওয়ারি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। আগামীকাল ২৪ নভেম্বর শুক্রবার জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ

Daily Frontier News