Daily Frontier News
Daily Frontier News

ছাতকে অবরোধ ও হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে গোবিন্দগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

 

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ-

বিএনপি-জামাত শিবিরের অবরোধ হরতাল নৈরাজ্য, গাড়ী ভাংচুর ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দিক নির্দেশনায় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

গত মঙ্গলবার (২১নভেম্বর) বিকালে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূরুল হকের পরিচালনায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান ও ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন।

এসময় বক্তারা বলেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি-জামাত জোট। এ স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না। নিয়মতান্ত্রিক পন্থায় সাংবিধানিক উপায়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে নিয়ে যারা (বিএনপি) ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ করছি। বিএনপিরা অগ্নীসন্ত্রাস করছে আমরা তা করতে দিব না। তাদের মোকাবেলায় করবো। আওয়ামী ও তার সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রাজপথে সজাগ থাকবে।

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারুক শরকুম, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, আব্দুল মালিক সুন্দর, যুবলীগ নেতা কাওছার আহমদ, আবু হানিফা সায়মন, আবু বকর রাজ্জা, সমরু মিয়া, শামীম আহমদ, মখলিছুর রহমান, আনছার আলী, রইছ আলী, পরেশ চন্দ্র, জয়নাল আবেদীন, রাজন তালুকদার (মেম্বার), মিজানুর রহমান মেম্বার, সুরেতাজ মেম্বার, এহিয়া মেম্বার, আব্দুস শহীদ, এনামুল হক এনাম, আব্দুল কাহার, রজব আলী , জামাল আহমদ, সিদ্দেকুর রহমান, আইন উদ্দীন, মখলেছুর রহমান, আব্দুর রশিদ, সুজন মিয়া, শাহব্বুদ্দীন, আরজ আলী, মিজানুর রহমান রাসেল, কাওছার আল মামুন, পাভেল আহমদ, নিয়ামত আলী, ছাত্রলীগ নেতা মুস্তাকিম, ছাত্রনেতা জাকির প্রমুখ।

Daily Frontier News