Daily Frontier News
Daily Frontier News

চান্দিনায় উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ

 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ শনিবার (৩ জুন) দুপুরে উপজেলার কেরণখাল ইউনিয়নের দোতলাস্থ চান্দিনা ফার্মল্যান্ড এন্ড কোল্ড স্টোরেজে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, শাহাদাত মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, অধ্যাপক হোদায়েত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তুহিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী মো. শহীদুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, বরকরই ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন, কেরনখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ্, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমাম হোসেন ফরিদ, বাতাঘাসী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট বিল্লাল হোসেন, শুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার, চান্দিনা পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. আশেকুল ইসলাম এলাহী, উপজেলা তাঁতীলীগ সদস্য সচিব মো. মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন অভি প্রমুখ। কর্মী সভায় বিভিন্ন ইউনিয়ন, পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এর বিভিন্ন সময় দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। তারা প্রয়াত ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপিকে নিয়ে বর্তমান এমপি’র দেওয়া বক্তব্যগুলোকে মিথ্যা দাবি করে এগুলো প্রত্যাহার করার আহবান জানান।

Daily Frontier News