Daily Frontier News
Daily Frontier News

চাঁদখানা উপনির্বাচনে নৌকার জয়

 

তপন দাস

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে উপ-নির্বাচনে জয়ী হলো নৌকার মাঝী মোস্তাফিজার রহমান। তিনি প্রতীক নিয়ে ৪৫০৯ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন , তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম সবজ দুইপাতা প্রতীক নিয়ে ৩৮৮০ পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১২০৭ এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০৭৫৫ এবং মহিলা ভোটারের সংখ্যা ১০৪৫২ জন। উল্লেখ্য যে, কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান (হাফি) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়ে যায়। ফলে স্থানীয় সরকার মন্ত্রনালয় ইউনিয়নটিতে উপনির্বাচনে ভোট গ্রহনের সিদ্ধান্ত নেন। ২৫ মে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। তবে এই প্রথম কিশোরগঞ্জ উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হলো।

Daily Frontier News